thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

‘বানানে’র বর্ষপূর্তিতে আড্ডা

২০১৭ এপ্রিল ২৭ ১৭:৩৯:৩৮
‘বানানে’র বর্ষপূর্তিতে আড্ডা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম বর্ষপূর্তিতে নতুনরূপে হাজির হচ্ছে ‘বানান’। প্রথম বছর পার হওয়া, ভাবনার আদান-প্রদান ও পরামর্শের জন্য ‘বানান’ ২৮ এপ্রিল(শুক্রবার) বিকাল চারটায় শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি আলাপ-আড্ডার আয়োজন করেছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ফয়জুল লতিফ চৌধুরী, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় যাদুঘর। ‘নিউ-মিডিয়া : নতুন দুনিয়া-সম্পর্কের আলাপ’ শীর্ষক আড্ডায় অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা নূরুল আলম আতিক, শিক্ষক ও লেখক সুমন রহমান, শিক্ষক ও লেখক মানস চৌধুরী, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন, শিক্ষক ও গবেষক মোহাম্মদ আজম, নির্মাতা ও সংগঠক ইশতিয়াক জিকো এবং শিক্ষক ও সংগঠন শর্মি হোসেন। প্যানেল ডিসকাশনের পর থাকবে উম্মুক্ত আলোচনা পর্ব।

এছাড়া থাকছে বাঁশি ও ফকিরি গানের আয়োজন।বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়ার দুনিয়ায় ‘বানান’ (www.banan.space) বাংলার চিন্তা-ভাবনা-যোগাযোগ-ও সম্পর্ক উৎপাদনের একটি নতুন যাত্রা। পরীক্ষামূলকভাবে ১৪২২ বাংলা অব্দের চৈত্র সংক্রান্তির দিনে বানান চালু হয়েছিলো।

(দ্য রিপোর্ট/পিএস/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর