thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘তিস্তা নিয়ে মমতার সাথে কোন কথা হয়নি’

২০১৭ এপ্রিল ২৭ ১৯:২৫:২৩
‘তিস্তা নিয়ে মমতার সাথে কোন কথা হয়নি’

লালমনিরহাট প্রতিনিধি : জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘তিস্তা নিয়ে মমতা ব্যানার্জীর সাথে আমাদের কোন কথা হয়নি। তিস্তা চুক্তির ব্যাপারে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একাধিকবার ফলপ্রসূ বৈঠক হয়েছে। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে আমরা আশাবাদী শিগগিরি তিস্তা চুক্তি হবে।’

জাপা’র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পাঁচ দিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফেরার সময় তার সাথে থাকা রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন।

এ সময় এরশাদের সফর সঙ্গী হিসেবে ছিলেন ছেলে এরিক এরশাদ, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ব্যক্তিগত সচিব মোহাম্মদ জলিল ও সহকারী মোহাম্মদ ওহাব।

এর আগে রবিবার (২৩ এপ্রিল) পাচঁ সদস্যর দল নিয়ে ৫ দিনের জন্য বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারতে যান এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী স্থল বন্দর দিয়ে দেশে ফিরে এরশাদ। এ সময় সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। তবে এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের সাথে কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল দলের চেয়ারম্যানের পারিবারিক সফর। নাড়ীর টানে মূলত ওনার ভারতে যাওয়া। তিনি তার পৈত্রিক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের দিনহাটায় গিয়েছিলেন।’

এ সময় নির্বাচন সংক্রান্ত বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ’ আসনে প্রার্থী দেবে। এ বিষয়ে দল কাজ করছে। নির্বাচনকে সামনে রেখে দল জোট গঠন করবে।’

বুড়িমারী স্থলবন্দরে জাপা চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হাতীবান্ধা উপজেলা জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এম জি মোস্তফা, রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন আসিফ, কালীগঞ্জ উপজেলা জাপার আহ্বায়ক রোকন উদ্দিন আহম্মেদ বাবুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর