thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বিকেলে কলকাতা, রাতে হায়দরাবাদ মাঠে নামছে

২০১৭ এপ্রিল ২৮ ১৩:৪২:৩৪
বিকেলে কলকাতা, রাতে হায়দরাবাদ মাঠে নামছে

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে উড়ন্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আট দলের ফ্র্যাঞ্চাইজি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে তারা। লিগের শেষ চারে থাকাটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল। অন্যদিকে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছেন ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদও।

শুক্রবার (২৮ এপ্রিল) দিনের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে কলকাতা ও হায়দরাবাদ। বিকেল সাড়ে চারটায় ঘরের মাঠে কলাকাতার প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানিতে থাকা দিল্লি ডেয়ারডেভিলস। শুক্রবারের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজের হায়দরাবাদ। মোহালিতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

শুক্রবারের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবেন গৌতম গম্ভীররা। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই দিল্লির। কিন্তু ফর্ম বিবেচনায় আসরের আগের টানা তিন ম্যাচ হেরে যাওয়া দিল্লির কলকাতা বধ করার সম্ভাবনা ক্ষীণই বলা যায়।

ইডেনের পেস বান্ধব পিচের কারণে এ ম্যাচে কলকাতা ভাঙছে তাদের উইনিং কম্বিনেশন। মূল একাদশে ফিরছেন অস্ট্রেলিয়ার পেসার নাথান কোল্টার-নাইল। স্পিনার পিউশ চাওলার পরিবর্তে মিডিয়াম পেসার সুর্যকুমার যাদবের খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এ ম্যাচেও মূল একাদশের বাইরে রাখছে কলকাতা। চলতি আসরে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচেই মাঠে নেমেছেন সাকিব।

শুক্রবারের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজের হায়দরাবাদ। কিন্তু গেল আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মুস্তাফিজ এ ম্যাচেও অনিশ্চিত। তবে এ ম্যাচে তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংকে তারা পাবে কি না তা নিশ্চিত নয়। ফ্লু থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি বাঁহাতি যুবরাজ।

গেল ম্যাচে গুজরাট লায়ন্সকে হারিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে পাঞ্জাব। টানা চার ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলরা। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে আরো একটি সুসংবাদ রয়েছে তাদের জন্য। চোট কাটিয়ে স্কোয়াডে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি। স্যামি মূল একাদশে খেললে বাদ পড়বেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর