thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘অটিজম শিশুরাও দেশের সম্পদ হতে পারে’

২০১৭ এপ্রিল ২৮ ১৪:৩৪:৪২
‘অটিজম শিশুরাও দেশের সম্পদ হতে পারে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সন্ধানী ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেছেন, ‘অটিজম শিশুরাও দেশের সম্পদ হতে পারে।’

শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিবন্ধী ও অটিজমদের বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দাবিতে ড্রিম টাচ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ মানবন্ধন ও র‌্যালির আয়োজন করে।

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, ‘অটিজম ও প্রতিবন্ধী শিশুরাও দেশের সম্পদে পরিণত হতে পারে। আমাদের মন-মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন তৃণমুল পর্যায়ে হতে হবে। রাষ্ট্র এখন অটিজম ও প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করছে। অটিজম শিশুরা বিভিন্নভাবে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখছে।’

তিনি বলেন, ‘এক সময় অটিজম ও প্রতিবন্ধী শিশুদেরকে মা-বাবা বোঝা মনে করতেন এবং নানা ভাবে অনাদার-অবজ্ঞায় রাখতেন। দৃষ্টি ভঙ্গি বদলানোর কারণে সেই হার অনেক কমে এসেছে। সারাদেশে এই হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। আর এতে করে সামাজিক সংগঠনের দায়বদ্ধতা ও দায়িত্ব আরও বাড়িয়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবন্ধী অটিজম শিশুরা আন্তর্জাতিক মহলেও বিভিন্ন নৈপুণ্য দেখিয়ে দেশের সুনাম বাড়াচ্ছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে তুলে ধরছে। অথচ ১০ বছর আগেও এ বিষয়টি স্বপ্নের মত ছিল।’

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের চীফ কো অর্ডিনেটর নাসির ইকবাল যাদু, সহ-সভাপতি প্রকৌশলী এম. আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, টুগেদার ফর দা হেলপস পিপলস এর মহাসচিব রুহুল ইসলাম টিপু, ড্রিম টাচ ফাউন্ডেশনের পরিচালক জাহিদুল ইসলাম, রোটারিয়ান শামসুন্নাহার আজিজ লিনা ও বিশিষ্ট সংগঠক ইলিয়াস হোসাইন।

এতে সভাপতিত্ব করেন ড্রিম টাচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারুকুল ইসলাম। পরিচালনা করেন কো অর্ডিনেটর তানজিলা ইসলাম দীপা।

অন্যান্য বক্তারা বলেন, প্রতিবন্ধী অটিজমরা করুণার পাত্র নয়। বরং তারা অধিকার বঞ্চিত। সামাজিকভাবে সবাই যদি এগিয়ে আসি তাহলে তারা আমাদের অন্যান্য সাধারণ শিশু ও মানুষের মতো দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ও অটিজম শিশুদের ক্রীড়া নৈপুণ্য আজকে বিশ্বের দরবারে আমাদেরকে নতুন ভাবে পরিচিত করেছে। তাদের নৃত্য কলাও আমাদেরকে মুগ্ধ করে। ছবি আঁকতেও তারা পটু। অটিজমদের আঁকা ছবি দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্র প্রধানকে উপহার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গ্রামে এখনো দেখা যায় একজন অটিজম শিশুকে ঝাড় ফুকের মধ্য দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলে শিশুকে জিনে বা ভুতে ধরেছে। এই ভ্রান্ত ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অটিজম প্রতিবন্ধী শিশুরা অন্যান্য মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারবে।

(দ্য রিপোর্ট/এমএম/এমএইচএ/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর