thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

যশোরে পু‌লি‌শের বিরু‌দ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

২০১৭ এপ্রিল ২৮ ১৬:৫১:৫৪
যশোরে পু‌লি‌শের বিরু‌দ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

য‌শোর অফিস : যশোরের কেশবপুরে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিতে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ এপ্রিল) প্রেস ক্লাব য‌শো‌রে সংবাদ স‌ম্মেলন ক‌রে এমন দা‌বি ক‌রেছেন আশরাফুলের মা ম‌নোয়ারা বেগম।

আশরাফুল ইসলা‌ম কেশবপুর উপ‌জেলার দেউলী গ্র‌া‌মের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আব্বাস উদ্দীনের ছেলে। আশরাফুল ইসলাম ম‌জিদপুর ইউনিয়ন যুবল‌ীগের সহ-সভাপ‌তি। তার মা ম‌নোয়ারা বেগম ইউনিয়ন আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি।

সংবাদ স‌ম্মেল‌নে দা‌বি করা হয়, উপ‌জেলার দেউলী গ্র‌া‌মে তিনটি ফস‌লি জ‌মিতে বুলু বিশ্বাস ও হাসান আলী না‌মে দুই ব্য‌ক্তি পৃথক দুইটি ইট ভাটা চালু করার পায়তারা কর‌ছেন। স্থানীয়রা তাদের বি‌রো‌ধিতা ক‌রে গত ১১ এপ্রিল স্থানীয় প্রতাপপুর বাজা‌রে মানববন্ধন ও সমা‌বেশ ক‌রে। আশরাফুল ইসলাম ওই আন্দোল‌নে নেতৃত্ব দেন। এরপর দুই ভাটা মা‌লিক স্থানীয় বিএন‌পি নেতা আবু বকর ও সামাদ বিশ্বা‌সের মাধ্য‌মে পু‌লিশ‌কে ম্য‌ানেজ ক‌রে আশরাফুল‌কে হয়রা‌নিমূলক মামলায় ফাসা‌নোর চেষ্ঠা ক‌রে। তারই অংশ হি‌সেবে গত ১৯ এপ্রিল রা‌তে ‌কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলামের নেতৃ‌ত্বে একদল পু‌লিশ আশরাফুল‌কে বা‌ড়ি থে‌কে ধ‌রে আনে। ওই রা‌তে আশরাফু‌লের সাম‌নে এক অপ‌রি‌চিত ব্য‌ক্তি‌কে পু‌লিশ গু‌লি ক‌রে হত্যা ক‌রে। প‌রে ওই হত্যা মামলাসহ তিন‌টি মামলায় আশরাফুল‌কে আসামি করা হয়।

সংবাদ স‌ম্মেলন থে‌কে আশরাফু‌লের না‌মে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মু‌ক্তি দাব‌ি করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন আশরাফু‌লের চাচা মোস‌লেম উদ্দিন, শ‌রিফুল ইসলাম, মা ম‌নোয়ারা বেগম, ভাই আসাদুজ্জামান প্রমুখ।

এ ব্যাপা‌রে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম অভি‌যোগ অস্বীকার ক‌রে ব‌লে‌ন, ‘আশরাফুল একজন ডাকাত দ‌লের সদস্য। দুই দল ডাকা‌তের গু‌লি বি‌নিম‌য়ে সে‌দিন একজন নিহত হয়। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে সে‌দিন আশরাফুলকে আটক ক‌রে।’

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর