thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নির্বাচনে অংশ নিতে সাহস পায়নি বিএনপি: নৌ পরিবহন মন্ত্রী

২০১৭ এপ্রিল ২৮ ১৭:৩৬:১৮
নির্বাচনে অংশ নিতে সাহস পায়নি বিএনপি: নৌ পরিবহন মন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাহস পায়নি বিএনপি। এজন্য তারা ৯২ জন চালক হেলপার, ১৭ জন পুলিশ, ২ জন মুক্তিযোদ্ধা, অসংখ্য নারী শিশুসহ সাধারণ মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।

নৌ পরিবহন মন্ত্রী আরও বলেছেন, ‘তারা (বিএনপি) জাতীয় পতাকা পুড়িয়েছে। শহীদ মিনার ভেঙ্গেছে। মসজিদে বোমা মেরেছে। মন্দিরে আগুন দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্বার গতিতে নির্ভীক সৈনিকের মতো এগিয়ে চলেছেন।’

শুক্রবার(২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটে শীতলক্ষ্যার তীরে ড্রেজিং ও নৌপথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌযান উদ্বোধনকালে এ সব কথা বলেছেন মন্ত্রী।

বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে বিআইডব্লিউটিএ’র দু’টি প্রকল্পের সাশ্রয়ী অর্থ দিয়ে ১৬৭ কোটি টাকা ব্যায়ে এসব নৌযান সংগ্রহ করা হয়। মন্ত্রী নামফলক উন্মোচন ও ২০ পাউন্ডের কেক কেটে নৌযানের উদ্বোধন করেন। পরে শীতলক্ষ্যার তীরে নোঙর করে রাখা নৌযান পরিদর্শন করেন মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা।

বিএনপি জামায়াত জোট দেশের উন্নতি চায়না মন্তব্য করে মন্ত্রী বলেছেন, ‘তারা (বিএনপি) পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়। বর্তমানে জঙ্গী একটি বৈশ্বিক সমস্যা হলেও এই বিএনপি জামায়াত জোট সরকারের হাত ধরেই দেশে জঙ্গীবাদের উত্থান ঘটে। দেড় যুগ আগে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে, যশোরে উদীচীর অনুষ্ঠানে, সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনকেও বানচাল করতে তারা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অসংখ্য পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে।’

এসময় তিনি বিএনপির এক নেতার বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটক করতে জানে না। নাটক করলে বিএনপিই করে। এর আগেও বিএনপি জজ মিয়া নাটক সৃষ্টি করেছিল, যা ধরা পড়ে গেছে। বিএনপির নেতারা জঙ্গীবাদ নিয়ে যে সকল বক্তব্য দেয় প্রকৃতপক্ষে তারা জঙ্গীবাদের পক্ষেই কথা বলে। তাই আমাদেরকে জঙ্গীবাদ মোকাবেলায় আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে।’

নারায়ণগঞ্জ সম্পর্কে তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ এলেই দুই সহোদর এমপি সেলিম ওসমান ও শামীম ওসমান আমার কাছে কিছু না কিছু দাবি করে। এজন্য নারায়ণগঞ্জ আসা ছেড়ে দিব কিনা ভাবছি। যদি তাদের দাবি পূরণ না করি তাহলে দুই ভাই মিলে আমার নারায়ণগঞ্জে ঢোকা বন্ধ করে দিবে। সেলিম ওসমান সেন্ট্রাল ঘাটে ফেরীর কথা বলেছেন। আমি চেষ্টা করবো ফেরী সংগ্রহ করে দিতে। অন্যথায় বিআইডব্লিউটিসি থেকে ফেরী তৈরী করে দিব। শামীম ওসমান খানপুরে কন্টেইনার টার্মিনালের কথা বলেছেন। সেখানে অবশ্যই কন্টেইনার টার্মিনাল হবে। নারায়ণগঞ্জ এখন ঘুরে দাড়িয়েছে। কয়েকদিন আগেও শীতলক্ষ্যার তীরে একটি ইকোপার্কের উদ্বোধন করেছি। যেখানে নারায়ণগঞ্জের মানুষের বিনোদনের ব্যবস্থা হয়েছে। ঢাকার চারিদিকে আমরা এ ধরনের আরও বিনোদনের ব্যবস্থা করবো।’

বিআইডব্লিউটিএ(বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি)-এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

(দ্য রিপোর্ট/এস/এজে/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর