thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পিরোজপুরে নারীদের ব্যতিক্রমী নৌকা বাইচ

২০১৭ এপ্রিল ২৮ ১৯:০৪:৫৩
পিরোজপুরে নারীদের ব্যতিক্রমী নৌকা বাইচ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ এপ্রিল) জেলা শহরের পৌর রিজার্ভ পুকুরে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা মহিলা অধিদফতরের কর্মকর্তা সালমা জাহানের উদ্যোগে নারীদের এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইউপি সদস্য সালমা রহমান হ্যাপির দল বিজয়ী হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বিজয়ী দলকে পুরস্কৃত করেন।

এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শহরে র‌্যালি এবং শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখান থেকে র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান, যুগ্ম জেলা জজ এনামুল হক বসুনিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, এডভোকেট এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জিপি অ্যাডভোকেট শহীদুল হক খান, সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান, ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন। আনুষ্ঠান উপাস্থাপনা করেন সহকারী জেলা জজ সালমা আক্তার।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও কাউখালী খেলাঘরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর