thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

গত সপ্তাহে সূচক বাড়লেও কমেছে লেনদেন

২০১৭ এপ্রিল ২৯ ১১:৪৪:১২
গত সপ্তাহে সূচক বাড়লেও কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত সপ্তাহে (২৩-২৭ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে বাজার মূলধন বেড়েছে। তবে আর্থিক লেনদেন ও বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫৩৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএক্স শরিয়াহ সূচক ২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়েছে। তবে ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ কমেছিল।

গত সপ্তাহে ৫ কার্যদিবসে মোট ২ হাজার ৮৮৩ কোটি ২০ লাখ টাকার বা দৈনিক গড় ৫৭৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে মোট ৩ হাজার ৪৩২ কোটি ৮৩ লাখ টাকার বা দৈনিক গড় ৬৮৬ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছিল। এ হিসাবে লেনদেন কমেছে ১৬.০১ শতাংশ।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯৪.৩৭ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ৩.৭৯ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ০.৯৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৮৮ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৩ হাজার ৫৬৪ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৭১৭ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ০.০৪ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টি বা ৩৯.৩৯ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ১৭২টি বা ৫২.১২ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ২৮টি বা ৮.৪৮ শতাংশ কোম্পানির।

গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এ সময় কোম্পানির ২০১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.৯৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের লেনদেন হয়েছে ১০৬ কোটি ৮ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.৬৮ শতাংশ। ৮২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- বেক্সিমকো, আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল, আইডিএলসি ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, বিডিকম অনলাইন ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর