thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বাংলাবান্ধায় নসিমন খাদে পড়ে শ্রমিক নিহত

২০১৭ এপ্রিল ২৯ ১১:৫০:২২
বাংলাবান্ধায় নসিমন খাদে পড়ে শ্রমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় নসিমন খাদে পড়ে হাসান আলী (১৯) নামের এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন পাথর শ্রমিক।

শনিবার (২৯ এপ্রিল) সকালে বাংলাবান্ধা ইউনিয়নের পাগলিডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গী এলাকার কসির উদ্দীনের ছেলে।

আহতদের সবাইকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন পাথর শ্রমিক শাহানাজ বেগম (৩৫), জমিলা বেগম (৪৫), বেগম (২৫), করিমন (৫০), জলিল (১৫), রহিমা বেগম (৫২), রওশন আরা (৪৫) এবং আমেনা বেগম (৪২)।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কুদরত-ই-খুদা মিলন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি নসিমনে ওই পাথর শ্রমিকরা বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় পাথর ভাঙার কাজ করতে যাচ্ছিলেন। এ সময় পাগলিডাঙ্গী এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ৯ জন শ্রমিককে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসান আলী নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর