thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দুই লঞ্চের মাঝখানে পড়ে প্রাণ গেল যাত্রীর

২০১৭ এপ্রিল ২৯ ১২:২৫:১৪
দুই লঞ্চের মাঝখানে পড়ে প্রাণ গেল যাত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদিয়া গ্রামে বাসিন্দা।

শনিবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার ছেলে মো. সিদ্দিক জানান, বর্তমানে তারা কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় একটি বাসায় তারা ভাড়া থাকেন। তার দুই শিশু সন্তান রাশেদ ও সোনিয়া তাদের দাদাকে দেখার জন্য কান্নাকাটি করে। তিনি জানান, নাতিদের কান্নাকাটির সংবাদ পেয়ে ভোলা থেকে লঞ্চ যোগে আজ সকালে ঢাকায় আসেন। লঞ্চটি সদরঘাটে আসলে লঞ্চ থেকে নামার সময় দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।

লোকজন আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তার ছেলে সিদ্দিক মিটফোর্ড হাসপাতাল থেকে, ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এম/আরএস/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর