thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

লালমনিরহাটে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০১৭ এপ্রিল ২৯ ১৫:০৮:০৪
লালমনিরহাটে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় কাল বৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় শত শত ঘরবাড়ি গাছপালা ভেঙ্গে পড়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই ঝড় দুই ঘন্টাব্যাপী স্থায়ী ছিল। এই ঝড়ের কারণে জেলায় গতকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিস্তার চরাঞ্চলে।

ঝড়ে ক্ষতিগ্রস্থ উপজেলাগলো হলো, হাতিবান্দা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলা।

কালীগঞ্জ উপজলোর চর বৈরাতীর কৃষক আফাজ উদ্দিন জানিয়েছেন, ঝড়ে গ্রামের অনেক ঘর ভেঙ্গে পড়েছে। নষ্ট হয়েছে ফসলি জমি, উপড়ে পড়েছে গাছপালা।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কৃষক আনার আলী জানিয়েছেন, ‘তার ৪ বিঘা জমির ব্রি ২৮ জাতের পাকা ধান সম্পূর্ণ শিলাবৃষ্টি আর ঝড়ে শেষ হয়ে গেছে। এলা কি যে হইবে তাক আল্লায় জানে!’

মহিষখোচা গ্রামের হামিদ হোসেন বলেন, ‘তার বাড়ির ৭টি গাছ উপড়ে পড়েছে। এছাড়া তার ৭ দোন জমির পাকা ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ত্রান ও প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ বলেন, ‘উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাউরানি গ্রামে প্রায় ১২টি ঘর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) স্যারসহ সে অঞ্চল পরিদর্শনে যাচ্ছি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক বিদু ভূষন রায় বলেন, ‘এ বছর বোরো ধানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৭ শত ৬৫ হেক্টর জমি। আর লক্ষমাত্রা অর্জিত হয়েছে ৫০ হাজার ৮৫ হেক্টর জমি। এমন অবস্থায় ঝড় ও শিলাবৃষ্টিতে ওইসব ক্ষেতের ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ ছাড়া লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাঁন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইউএনওসহ সব দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/একেএ/এআরই/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর