thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

‘জনগণের সরকার না হলে জঙ্গিবাদ বৃদ্ধি পায়’

২০১৭ এপ্রিল ২৯ ১৮:১৪:৫৭
‘জনগণের সরকার না হলে জঙ্গিবাদ বৃদ্ধি পায়’

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শুনে মনে হয়, জঙ্গিবাদ সর্ম্পকে তার ভালো ধারণা আছে। কিসে জঙ্গিবাদ কমবে আর কিসে কমবে না, সেটা তিনিই জানেন। তিনি বলেন, বিএনপিকে বাইরে রেখে নির্বাচন হলে জনগনের সরকার হয়না। জনগণের সরকার না হলে সেই সরকার হয় দুর্বল, আর তখনই জঙ্গিবাদ বৃদ্ধি পায়। এই সরকারের আমলে তাই হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জঙ্গিবাদের কোন সুযোগ থাকবে না।

শনিবার(২৯ এপ্রিল) দুপুরে পাবনা জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

হাওরের দুর্গত এলাকা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রেক্ষিতে এসময় নজরুল ইসলাম খান বলেছেন, ‘হাওরের দুর্গত এলাকায় বিএনপি মহাসচিব গেছেন, মানুষকে সহায়তা করেছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো যাননি। ফলে হাওর নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে তার বক্তব্য কেউ গ্রহণ করেনি।’

এর আগে পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, মহিলা দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি মেজর (অব:) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সভাপতি মাহফুজা করিম বিনু, সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নি প্রমুখ।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর