thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শাকিব খান চলচ্চিত্রে নিষিদ্ধ

২০১৭ এপ্রিল ২৯ ১৮:৫৭:১৪
শাকিব খান চলচ্চিত্রে নিষিদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢালিউড তারকা শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকিব খান গণমাধ্যমে পরিচালকদের হেয় করে বক্তব্য দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। বর্তমানেও একই ধরণের বক্তব্য দিয়ে যাচ্ছেন।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীরা মনে করেন, ‘শাকিব দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের তুচ্ছজ্ঞান করেছেন। কারণ পরিচালকই হচ্ছেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাদের অপমান করা মানে সকল কুশলীদের অপমান করা। তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সাথে কোন সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করতে পারবেন না।’

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। এছাড়া চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতিসহ চলচ্চিত্র লেখক সমিতির সভাপতিরাও স্বাক্ষর করেছে।

(দ্য রিপোর্ট/পিএস/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর