thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সুয়ারেজের জোড়া গোলে শীর্ষেই বার্সা

২০১৭ এপ্রিল ৩০ ১০:১৩:৪৮
সুয়ারেজের জোড়া গোলে শীর্ষেই বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক : স্প্যানিশ লা লিগায় লুইস সুয়ারেজের জোড়া গোলে ডার্বি ম্যাচে এসপানিওলের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। এছাড়া বার্সার হয়ে বাকি গোলটি করেছেন ইভান রাকিতিচ। আর দলের এ জয়ে টেবিলের শীর্ষেই রয়েছে কাতালুনিয়ারা।

আগের ম্যাচে ভালেন্সিয়াকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কয়েক ঘণ্টা পরেই লুইস সুয়ারেসের জোড়া গোলে ‘কাতালান ডার্বি’ জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

এই জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৫ ম্যাচে ৮১। সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা জিনেদিন জিদানের দল। তবে শিরোপা-ভাগ্য এখনও রিয়ালের হাতেই। বাকি চার ম্যাচে দুই পয়েন্টের বেশি না হারালেই ২০১২ সালের পর ফের লিগ শিরোপা জিতবে মাদ্রিদের দলটি।

শনিবার রাতে এসপানিওলের মাঠে আতিথ্য নেয় বার্সেলোনা। তবে এদিন ম্যাচের প্রথমার্ধটা তেমন একটা জ্বলে উঠতে পারেননি বার্সার খেলোয়াড়রা। বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা মিলছিল না। গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা।

পরে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। হুরাদোর ব্যাকপাস দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

৭৬তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় বার্সেলোনা। গোলটিতে বড় অবদান মেসির। মাঝমাঠের কাছ থেকে দারুণ গতিতে ছুটে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে পিছনে ফেলে ডি-বক্সের সামনে আরও দুজনের মধ্য দিয়ে বাঁ-দিকে পাস দেন। ফাঁকায় বল পেয়ে প্রথম শটেই জালে জড়ান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ।

নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ব্যবধান আরও বাড়িয়ে জয় এক রকম নিশ্চিত করে ফেলেন সুয়ারেজ। মেসির ক্রস স্প্যানিশ ডিফেন্ডার আরন বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গোলমুখে ফাঁকায় বল পেয়ে অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এবারের লিগে এটা তার ২৬তম গোল।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর