thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পাকিস্তানের লক্ষ্য সিরিজ জয়, উইন্ডিজদের সমতায়

২০১৭ এপ্রিল ৩০ ১৪:০৯:২৬
পাকিস্তানের লক্ষ্য সিরিজ জয়, উইন্ডিজদের সমতায়

দ্য রিপোর্ট ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারী পাকিন্তান। পক্ষান্তরে এ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় ক্যারিবিয়রা। প্রথম ম্যাচ জিতে অধিনায়ক মিসবাহ-উল-হক ও সাবেক অধিনায়ক ইউনিস খানের বিদায়ী টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। বার্বাডোজে আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

পেসার মোহাম্মদ আমির ও লেগ স্পিনার ইয়াসির শাহর বোলিং নৈপুণ্যে জ্যামাইকাতে সিরিজের প্রথম টেস্টে অনায়াসে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। প্রথম টেস্টের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখার লক্ষ্যই পাকিস্তানের। মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট সিরিজ জয় আগেভাগেই নিশ্চিত করতে চায় পাকিস্তান। দলের পেসার ওয়াহাব রিয়াজ জানান, সিরিজে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে। দ্বিতীয় ম্যাচে ভালো খেলে সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা। আগেভাগে সিরিজ জয় নিশ্চিত করতে পারলে মিসবাহ-ইউনিসকে মূল্যবান উপহার দিতে পারবো। তারা দু’জন পাকিস্তান ক্রিকেটের সেরা তারকা। তাদের সিরিজ জয় দিয়ে বিদায় দিতে পারাটাই হবে আমাদের পক্ষ থেকে সেরা উপহার।

সিরিজে পিছিয়ে পড়লেও, সমতা আনার সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের আছে বলে জানান দলের উইকেটরক্ষক শেন ডরউইচ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ হারলেও, আমাদের মনোবল এখন চাঙ্গা রয়েছে। সিরিজে সমতা আনার জন্য আমরা প্রস্তত। দ্বিতীয় ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো এবং সিরিজে সমতা আনবো। আমাদের ব্যাটসম্যানদের আরও ভালো পারফর্ম করতে হবে এবং বড় ইনিংস খেলতে হবে। বোলাররা প্রথম টেস্টে ভালো করেছে। ব্যাটসম্যানদের উপর নির্ভর করছে আমাদের সাফল্য।’

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড (সম্ভাব্য) : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেন ব্ল্যাকউড, ক্রেইগ ব্র্যাথওয়েইট, রোস্টোন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কায়রন পাওয়েল ও ভিশাল সিং।

পাকিস্তান স্কোয়াড (সম্ভাব্য) : মিসবাহ-উল-হক (অধিনায়ক), সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, শান মাসুদ, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহদাব খান, উসমান সালাউদ্দিন, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আসগর।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর