thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

২০১৭ এপ্রিল ৩০ ১৫:১০:৪০
ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির দর কমেছে। রবিবার (৩০ এপ্রিল) এ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৪৭৬ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৭ পয়েন্ট, বুধবার ৪৮ পয়েন্ট ও মঙ্গলবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। এ হিসাবে ৩ কার্যদিবসে সূচক বেড়েছিল ৯৯ পয়েন্ট। তবে এর আগে টানা ৫ কার্যদিবসের (১৮-২৪ এপ্রিল) পতনে ১৬০ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৬১৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮৪ কোটি ৯ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে ৮০টি বা ২৪.৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২০৯টি বা ৬৪.৭১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি বা ১০.৫৩ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাইফ পাওয়ারটেকের শেয়ার। এ দিন কোম্পানির ২৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ২২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শাহজিবাজার পাওয়ার, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডিকম অনলাইন, আমরা টেকনোলজি ও এসিআই।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৩০৩ পয়েন্টে। বাজারটিতে ৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২১৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তীত রয়েছে ১৫টির।

আগেরদিন সিএসসিএক্স মূল্যসূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১০৪০৭ পয়েন্টে। আর ৩৯ লেনদেন হয়েছিল ৩৯ কোটি ১৮ লাখ টাকার।


(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর