thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পঞ্চগড় সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

২০১৭ এপ্রিল ৩০ ১৬:৩৫:১৯
পঞ্চগড় সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জোতদারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩০) এপ্রিল সকালে উপজেলার জোতদারপাড়া সীমান্তের রমজানপাড়া এলাকায় ৪১১ নম্বর মেইন পিলারের কাছে বাংলদেশ সীমান্তের অনুমানিক ২০ থেকে ২৫ গজ অভ্যন্তরের একটি চা বাগান থেকে ওই সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোতদারপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার দিদার আহমেদ সাউন্ড গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, সকালে স্থানীয়রা সীমান্তের ওই চা বাগানে সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। এ খবরের ভিত্তিতে জোতদারপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে আটোয়ারী থানায় হস্তান্তর করে। এ সময় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়।

তিনি আরও জানান, হয়তো কোন সময় কোন ব্যক্তি এই সাউন্ড গ্রেনেডটি ছুঁড়েছিল। কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তবে সাউন্ড গ্রেনেডটি সক্রিয়া আছে কি না তা বিশেষজ্ঞ ছাড়া বলা সম্ভব নয়।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর