thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলো ৬ শিশু

২০১৭ এপ্রিল ৩০ ১৭:২৬:২২
ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলো ৬ শিশু

দিনাজপুর প্রতিনিধি : ভারতের শিশু সংশোধনী কেন্দ্রে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৬ বাংলাদেশী শিশু-কিশোর।

এরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাছেন আলীর ছেলে রাজু ইসলাম, জামাল রহমানের ছেলে জাহিদ হাসান, হোসেন আলীর ছেলে দুলাল আলী, নাগেশ্বরী উপজেলার হোসেন আলীর ছেলে মুসা আলী, নবিবুদ্দিনের ছেলে তসলিম আলী এবং বান্দরবানের আলী কদম উপজেলার আব্দুল শুকুরের ছেলে নুরুল ইসলাম।

রবিবার(৩০ এপ্রিল) সকালে ভারতহিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ(ওসি) মো. নাজির হোসাইন বাংলাহিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ(ওসি) আফতাব উদ্দিনের কাছে তাদের হস্তান্তর করেছেন।

বাংলাহিলি ইমিগ্রেশন ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, ফেরতকৃতরা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গেলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা আটক হয়। পরে ভারতের বালুরঘাট শিশু শোভায়ন হোমে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দেশে ফেরে তারা। ফেরত আসাদের নিজ-নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের সবার বয়স ১০হতে ১৪বছরের মধ্যে।

হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড(বিজিবি) হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মানান ও বিএসএফ ভারত হিলি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডর সরদার সিংসহ বিজিবি, বিএসএফ, মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি সহ শুভায়ণের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর