thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

শুরু হয়েছে বৈশাখী রাগবি টুর্নামেন্ট

২০১৭ এপ্রিল ৩০ ১৮:৩৮:৪৪
শুরু হয়েছে বৈশাখী রাগবি টুর্নামেন্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় রবিবার (৩০এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘বৈশাখী রাগবি টুর্নামেন্ট-১৪২৪’।

জাতীয় রাগবি দলের মোট ৪০জন খেলোয়াড় চারটি দলে ভাগ হয়ে এ টুর্নামেন্ট অংশ নিচ্ছে। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- লাল দল, সবুজ দল, নীল দল ও সাদা দল। টুর্নামেন্টটির আয়োজন করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন।

এদিন সকালে ঢাকা সেনানিবাস রাগবি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ জাহির আল স্বপন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, আর্মি রাগবি টিমের ইনচার্জ মেজর আনিস এবং টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী দীন ইসলাম।উদ্বোধনী দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সাদা দল ২৪-১২ পয়েন্টে হারায় সবুজ দলকে। দ্বিতীয় ম্যাচে নীল দল ১০-৭ পয়েন্টে হারায় লাল দলকে, তৃতীয় ম্যাচে লাল দল ১৭-৫ পয়েন্টে সাদা দলকে এবং ৪র্থ ম্যাচে সবুজ দল ২৪-১০ পয়েন্টে নীল দলকে পরাজিত করে।

টুর্নামেন্টের খেলাগুলো লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দু’দল ফাইনালে এক অপরের মোকাবেলা করবে।

উল্লেখ্য, সোমবার মে দিবসে টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে। পরদিন মঙ্গলবার (০২মে) বিকেলে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ আসর।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর