thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

হাওর পাড়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০১৭ এপ্রিল ৩০ ২০:৪০:০২
হাওর পাড়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার(৩০ এপ্রিল) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়।

উপকরণ হিসেবে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শশারকান্দি ও উত্তর শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুরের রহমত মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭০০ শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে খাতা ও দুটি কলম দেওয়া হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিলানী শুভ, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য সালেহ এলাহী কুটি, জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব, কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি ফয়জুল হক, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণের এটাই প্রথম দফা। ক্ষতিগ্রস্থ পরিবারের শিক্ষার্থীদের মধ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর