thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কাজী আরিফের মরদেহ মঙ্গলবার শহীদ মিনারে আনা হবে

২০১৭ মে ০১ ১৩:৩৬:০৫
কাজী আরিফের মরদেহ মঙ্গলবার শহীদ মিনারে আনা হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী আরিফের মরদেহ মঙ্গলবার (২ মে) সকাল পৌনে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধানুষ্ঠানে রাখা হবে কাজী আরিফের মরদেহ।

এদিন বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমণ্ডিতে কাজী আরিফের মেয়ে অনুসূয়ার বাসায়৷ এরপর উত্তরা চার নম্বর সেক্টরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে৷

এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফশনিবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লুকস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রজ্ঞা লাবণী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/মে ১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর