thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘জিয়ন্তকাল’ মঞ্চে নিয়ে আসছে বৈকুণ্ঠ

২০১৭ মে ০২ ১৫:০৩:১৪
‘জিয়ন্তকাল’ মঞ্চে নিয়ে আসছে বৈকুণ্ঠ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী’র নতুন আবৃত্তি প্রযোজনা ‘জিয়ন্তকাল’। মাহমুদুল হাকিম তানভীরের নির্দেশনায় এই আখ্যানটি বুধবার(৩ মে) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের কিছু সত্য ঘটনাকে অবলম্বন করে ‘জিয়ন্তকাল’ রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ।

এ প্রসঙ্গে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সভাপতি শিমুল মুস্তাফা বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের ভেতরে মুক্তিযুদ্ধকে ছড়িয়ে দিতে এই নতুন প্রযোজনাটি দারুণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

নির্দেশক মাহমুদুল হাকিম তানভীর বলেন, ‘রুবাইয়াৎ আহমেদের আখ্যানটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হলেও বর্তমান সময়ের অস্থিরতাগুলোকেও দারুণভাবে দেখানো হয়েছে। এই আখ্যানটির আবৃত্তিরূপ দিতে পেরে ভীষণ ভালো লাগছে।’

মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রযোজনাটি আবর্তিত হলেও এর মূল স্পন্দন হচ্ছে মুক্তি। মানুষের মুক্তি। ভোঁতা হয়ে যাওয়া মানুষের বিবেককে জাগ্রত করতে নতুন প্রযোজনা নিয়ে আবারও দর্শকদের মাঝে ফিরে আসছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী।

(দ্য রিপোর্ট/পিএস/মে ২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর