thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬,  ১৩ জিলকদ  ১৪৪০

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

২০১৭ মে ০৬ ১৮:১৮:৩১
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে পুকুরের পানিতে বাবুনী (৭) ও সুইটি (৫) নামের দুই শিশুর ডুবে মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এএসবি ব্রিক ফিল্ড নামে একটি ইট ভাটার পুকুর থেকে ওই ২ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত বাবুনী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার সেন্টু মিয়ার মেয়ে ও সুইটি আক্তার একই এলাকার সেন্টু মিয়ার ছোট ভাই ছোটন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের এএসবি ব্রিক ফিল্ড নামে এক ইট ভাটার পুকুরে বাবুনীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে বাবুনীর চাচাতো বোন সুইটিকে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয়রা ঐ পুকুরে খোজাখুজি করে সুইটির মৃতদেহটি উদ্ধার করে। মৃত শিশু দুইটির পিতা এএসবি ব্রিক ফিল্ডের শ্রমিক বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে বাবুনী ও সুইটি খেলা করতে গিয়ে ঐ ইট ভাটার পুকুরে পড়ে যায়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর