thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ছবিটি যাবে আয়ারল্যান্ডে প্রিয়তির কাছে

২০১৭ মে ১০ ১৫:৩২:৪৫
ছবিটি যাবে আয়ারল্যান্ডে প্রিয়তির কাছে

পাভেল রহমান, দ্য রিপোর্ট : রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে বসে একটি ছেলে ছবি আঁকছে। তার কাছে রয়েছে আরো কয়েকটি স্কেচ করা ছবি। এর মধ্যে দেখা গেলো ‘মিস আর্থ’-খ্যাত বিশ্ব ‍সুন্দরী মাকসুদা আক্তার প্রিয়তির ছবিও রয়েছে। কথা বলে জানা গেলো ছেলেটির নাম সোহেল। সে জানালো ইউডার চারুকলায় তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানতে চাইলাম, ‘আন্তর্জাতিক মডেল প্রিয়তির ছবি এঁকেছেন। তাকে কি চেনেন? উত্তরে জানালেন, ‘প্রিয়তিকে চিনি না। পত্রিকায় তার ছবি দেখেছি, তার সম্পর্কে পড়েছি। ভালো লেগেছে যে বাংলাদেশের একটি মেয়ে আয়ারল্যান্ডের শীর্ষ মডেল। বিশ্বব্যাপি তার পরিচিতি রয়েছে।’

সেই ছেলেটির কাছ থেকে স্কেচের কয়েকটি ছবি মোবাইলে তোলে পাঠালাম প্রিয়তির কাছে। কৃতজ্ঞতা জানান প্রিয়তি। বলেন, শিল্পীর কাছ থেকে তার আঁকা একটি ছবি তিনি কিনতে চান। শিল্পীর ফোন নাম্বার তাকে পাঠালে, ঢাকায় থাকা প্রিয়তির ভাবী সোহেলের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত সম্মানী দিয়ে আজ(বুধবার) ছবিটি সংগ্রহ করেন।’

প্রিয়তি দ্য রিপোর্টকে বলেন, ‘একজন শিল্পীর সম্মানার্থে তার কাছ এই ছবিটি সংগ্রহ করেছি। একজন চারুকলায় পড়ুয়া শিক্ষার্থি আমাকে না দেখেই আমার ছবি এঁকেছে। তার প্রতি সম্মান জানাতেই এটা করেছি। শিল্পীদের জয় হোক। ভালোবাসার জয় হোক।’

প্রিয়তির মতো বিশ্ব বিখ্যাত মডেল সোহেলের আঁকা ছবি সংগ্রহ করেছেন, এর জন্য দারুণ উচ্ছ্বসিত সোহেল। তিনি বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। এমন একজন আন্তর্জাতিক মাপের মানুষ আমার আঁকা ছবিটি সংগ্রহ করেছেন। এটা আমার জন্য অনেক ভালো লাগার মতো একটি ঘটনা।’

প্রিয়তি জানান, ছবিটি আয়ারল্যান্ডে তার হাতে পৌঁছুতে আরো কয়েক দিন লাগবে। এই ছবিটি ঢাকা থেকে আয়ারল্যান্ডে যাচ্ছে। তিনি ছবিটি তার সংগ্রহে রাখবেন।

(দ্য রিপোর্ট/পিএস/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর