thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

‘খালি তো ছবিই তোলেন, কামতো হয় না’

২০১৭ মে ১০ ২১:৩৯:৩৯
‘খালি তো ছবিই তোলেন, কামতো হয় না’

সুমন্ত চক্রবর্তী, দ্য রিপোর্ট : ‘খালি তো ছবিই তোলেন, কামতো কিছুই করতে পারলেন না। কত সাংবাদিকইতো আইলো দেখলাম।’

ধোলাইপারের আশপাশের খাল ভরাট থাকার কারণে প্রতিনিয়তই এখানে পানি জমে থাকে। গত দুইদিন আগে রাতের বৃষ্টিতে রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা হাঁটুপানিতে ডুবে গেছে। এখনও কমেনি পানি। পানি থাকায় এখানে লুকিয়ে থাকা গর্ত দেখা যায় না। ফলে মাঝেমধ্যেই গাড়ি উল্টে পড়ে কখনও কখনও মানুষও পড়ে যায়। এই এলাকায় বসবাসরত মানুষদের চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে।

ভুক্তভোগী সোহাগ শেখ জানান ‘এখানে প্রায়ই জলাবদ্ধতা থাকে। আশপাশের খাল ভরে থাকায় পানি সরতে পারে না। ফলে রাস্তায় পানি জমে থাকে। আমাদের চলাচলে খুবই অসুবিধা হয়। স্কুলের বাচ্চারা যেতে আসতে পারে না। রিকশাওয়ালারা ২০ টাকার ভাড়া ৫০ টাকা দাবি করে, বিভিন্ন অজুহাত দেখায়। সবসময় রিকশা বা সিএনজি পাওয়া যায় না।’

ভুক্তভোগী আরেকজন নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার বর্ষা বলেন- স্কুলে আসা-যাওয়া করতে খুবই অসুবিধা হয়। কখনও কখনও রাস্তায় জ্যাম লেগে থাকে। নোংরা পানির খুবই বাজে গন্ধ। জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার বৃদ্ধি পাচ্ছে। ফলে রোগের প্রকোপ বাড়ছে।

এই ব্যাপারে কাউন্সিলর কাজী হাবিবুর রহমান অনুপস্থিত থাকায় তার ছেলে ব্যারিস্টার সামিউল রহমানের সাথে কথা হয়। তিনি জানান, খাল ভরে ‘রাস্তার পানি রাস্তায় চলে আসে। এটা হয় বৃষ্টি হলেই। রাস্তার নিচে কোনরকম স্যুয়ারেজ পাইপ নাই যে পানি সরে যাবে। অতীতেও ছিল না। স্যুয়ারেজের পাইপ বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে। সেটি বাস্তবায়নে প্রক্রিয়াধীন আছে।’

(দ্য রিপোর্ট/এপি/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর