thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১২ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

বরিশাল চারুকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০১৭ মে ১২ ১১:৫৭:৫১
বরিশাল চারুকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল অফিস : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী ও চারুকলা বরিশালের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে ছবি এঁকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।

চিত্র প্রদর্শনী ঘুরে দেখে জেলা প্রশাসক বলেন, চিত্র প্রদর্শনী অসাধারণ সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা আগামীদিনের যারা ভবিষৎ সেই শিশুদের চিত্রকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। যার ফলে শিশুরা উৎসাহিত হয়েছে। এতে করে আমাদের আগামী দিনে সোনার নাগরিক পেতে সহায়ক হবে।

দিনভর এই অনুষ্ঠানে শিশুদের প্রতিযোগিতামূলক চিত্রাঙ্কণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক ও বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান অতিথি থাকবেন। চারুকলা বরিশালের সভাপতি মো. আলতাফ হোসেন পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

(দ্য রিপোর্ট/এপি/মে ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে