thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ

২০১৭ মে ১৭ ০৮:৩৬:১৭
কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আজ

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ। বর্ণিল আয়োজনে আজ থেকে শুরু হয়ে আগামী ২৮ মে পর্যন্ত ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে অনুষ্ঠিত হবে এ উৎসব। এবার অনুষ্ঠিত হচ্ছে উৎসবের ৭০তম আসর। পৃথিবীর বিখ্যাত সব চলচ্চিত্র তারকাদের পদচারণায় মুখর হবে উৎসব।

বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুররাও এবার কানের লালগালিচায় হাঁটবেন। এবারের কান চলচ্চিত্র উৎসবের সূচনা হবে ফ্রান্সের ছবি ‘ইসমাঈলস গোস্টস’ প্রদর্শনের মধ্যে দিয়ে। ড্রামানির্ভর এ ছবিটি পরিচালনা করেছেন আর্নাউড ডেসপ্লেচিন।

এবার প্রতিযোগিতা বিভাগে লড়ছে মোট ১৯টি ছবি। আয়োজনে প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রেসিডেন্ট হিসেবে থাকছেন পেদ্রো আলমোদোভার। এছাড়াও জুরিবোর্ডে থাকছেন পার্ক চ্যান উক, মারান আডে, ফ্যান বিংবিং, গ্যাব্রিয়েল ইয়াহেদ, উইল স্মিথ, আনিয়েস ঝাউয়ি, জেসিকা চেস্টেইন ও পাওলো সরেন্তিনো। প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হবে চারটি ছবি।

এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টার সাজানো হয়েছে কিংবদন্তি ইতালিয়ান অভিনেত্রী ক্লডিয়া কার্ডিনালের স্থিরচিত্র নিয়ে। ৭০তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ও সমাপ্তি উপস্থাপনা করবেন আরেক ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচি।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর