thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

১৬ বছরের নিচে কেউ ‘বাহুবলী ২’ দেখতে পারবে না!

২০১৭ মে ১৭ ১৭:১৭:২৭
১৬ বছরের নিচে কেউ ‘বাহুবলী ২’ দেখতে পারবে না!

দ্য রিপোর্ট ডেস্ক : ৮ থেকে ৮০, ভারতে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ দেখার জন্য ছাড়পত্র রয়েছে সবার। তবে সিঙ্গাপুরে এই ছবি দেখার জন্য বয়স অবশ্যই হতে হবে ১৬। ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’-কে ‘অ্যাডাল্ট’ ছবির তকমা দিয়েছে সিঙ্গাপুর সেন্সর বোর্ড। তাই ১৬ বছরের নিচে কেউই সিঙ্গাপুরে এই সিনেমা দেখতে পারবে না।

‘অতিরিক্ত হিংসা’, এই কারণেই নাকি বাহুবলী টু-কে অ্যাডাল্ট ছবির তকমা দেওয়া হয়েছে। সিঙ্গাপুর সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনও অবাক।

বাহুবলী টু : দ্য কনক্লুশনকে আমরা ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছি। কোনও দৃশ্যই বাদ দেওয়া হয়নি। সিঙ্গাপুরের বোর্ড বাহুবলী টু-কে অতিরিক্ত হিংসাত্মক ছবির ক্যাটাগরিতে ফেলেছে। বিশেষ করে যুদ্ধের দৃশ্যকে ওরা হিংসাত্মক মনে করেছে। তবে আমরা এই ছবিকে ‘এ’ সার্টিফিকেটই দিয়েছি, মন্তব্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের প্রধান পহেলাজ নিহালনির।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর