thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮, ১৩ আষাঢ় ১৪২৫,  ১১ শাওয়াল ১৪৩৯

চার ক্যামেরার স্মার্টফোন

২০১৭ মে ১৭ ১৭:৫৫:৩৯
চার ক্যামেরার স্মার্টফোন

দ্য রিপোর্ট ডেস্ক : শাওমির ফোন এখন সবার পছন্দের ফোনের মধ্যে একটি। এই পছন্দের কথা মাথায় রেখে বাজারে আনছে এস-৯ স্মার্টফোন। এই ফোনের সঙ্গে ইতোমধ্যে রিলিজ করেছে এস ১০ এর অফিসিয়াল টিজার। এ স্মার্টফোনের ক্যামেরা নাকি অন্য সব ফোনের ক্যামেরা থেকে দুর্দান্ত হবে।

এস ১০-এ থাকছে চারটি ক্যামেরা। এর সামনে-পেছনে দুটো করে চারটি ক্যামেরায় দারুণ ছবি তোলা যাবে। চাইনিজ টেলিকমিউনিকেশন অথোরিটি টিনা এই ফোনটির সঙ্গে জিওনি এস ১০এল নামের আরেকটি মডেলও লিস্টে রেখেছে।

বলা হচ্ছে, পেছনের ডুয়াল ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আর সামনের ডুয়াল ক্যামেরায় থাকছে ২০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের সেন্সর।

সূত্র থেকে জানা গিয়েছে, নতুন জিওনি এস ১০ এর ইন্টারনালে থাকবে ৬৪ জিবি মেমোরি। এটাকে মাইক্রোএসডি’র মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের র‍্যাম থাকছে ৬ জিবি। যদিও আগে জানানো হয়েছিল ৪ জিবির কথা। ব্যাটারি ৩৪৫০এমএএইচ। ফোন দুটো চলবে ৭.০ নুগেট অপারেটিং সিস্টেমে। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি পর্দায় অক্টাকোর প্রসেসর থাকবে।

ফোনটির টিজারে এতসব দেখে তোলপাড় হচ্ছে গোটা টেক ওয়ার্ল্ড। তবে এই দুর্দান্ত ফোনের দাম কত হবে এই নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এফএস/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবররে