thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

চট্টগ্রামে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

২০১৭ মে ১৭ ১৮:২১:৪৪
চট্টগ্রামে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভাঁ ফকিরের মাজার এলাকার মুছার বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- মুছার বাপের বাড়ির প্রবাসী মো. হারুনের তিন বছর বয়সী জমজ কন্যা সানাম ও সেহের এবং হারুনের ভাই দিনমজুর ফারুখের কন্যা আনজু (৩)।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানিয়েছেন, দুপুরে বাড়ির সবাই খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এসময় তিন বোন মিলে খেলছিল। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। এরপর তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাদের লাশ পাওয়া যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিন শিশুকে বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে স্বজনরা নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের ৩ শিশুর মৃত্যুর ঘটনা এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

(দ্য রিপোর্ট/এজে/এপি/এনআই/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর