thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দেশে খাদ্য সংকটের কোন আশংকা নেই : খাদ্যমন্ত্রী

২০১৭ মে ১৭ ২১:৩৮:৩৬
দেশে খাদ্য সংকটের কোন আশংকা নেই : খাদ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, ‘হাওর অঞ্চলে বন্যার কারণে যে ক্ষতি হয়েছে, তাতে ৬ লাখ মেট্রিক টন খাদ্য শষ্য উৎপাদন কম হয়েছে। এছাড়াও কিছু কিছু এলাকায় ব্লাস্টের কারণে আরও ৬ লাখ টন ধান নষ্ট হয়েছে। এতে মোট ১২ লাখ টন খাদ্য শষ্য উৎপাদন কম হলেও দেশে খাদ্য সংকটের কোন আশঙ্কা নেই।’

বুধবার (১৭ মে) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠককালে একথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা ৭২ অথবা ৭৩/৭৪ সাল নয়, এটা শেখ হাসিনার সরকার। ষড়যন্ত্র করে খাদ্য সংকট সৃষ্টির চেষ্টা আর সম্ভব হবে না।’

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আন্তর্জাতিক বাজার থেকে চাল কেনা হচ্ছে এবং টেন্ডারও দেওয়া হয়েছে। তাই এদেশে খাদ্য ঘাটতি হবে-এমন কোন আশঙ্ক না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।’

বর্তমানে বাজারে ধানের দাম বেশি থাকার কারণ উল্লেখ করে খাদ্য মন্ত্রী বলেন, ‘হাওর অঞ্চলে আগাম ধান উৎপন্ন হয়, আর এই ধান বাজারের প্রথম চাহিদা পূরণ করে থাকে। যেহেতু এবার হাওর অঞ্চলের এই ধান বাজারে আসেনি, সেই কারণেই বাজারে কিছুটা ধান সংকট রয়েছে। তাই ধানের দাম কিছুটা উর্দ্ধগতি। এ জন্য তিনি কিছু অসাধু ব্যবসায়ীকেও দায়ী করেন।’

খাদ্যমন্ত্রী চাল সংগ্রহ নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত নেতিবাচক খবরে ক্ষোভ প্রকাশ করে খাদ্য নিয়ে এ ধরনের নেতিবাচক ও মিথ্যাচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

পরে চাল সংগ্রহ কর্মসূচির আওতায় খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে দিনাজপুরের চালকল মালিকরা সরকারের সাথে ১০ হাজার মেট্রিক টন চাল সরবরাহের চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, রংপুর অঞ্চলের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীরসহ খাদ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মিল মালিক ও ব্যবসায়ীরা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর