thereport24.com
ঢাকা, বুধবার, ২৬ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬,  ২১ শাওয়াল ১৪৪০

নয়াদিগন্তকে হারালো দ্য রিপোর্ট

২০১৭ মে ১৮ ১০:৩৩:৪৫
নয়াদিগন্তকে হারালো দ্য রিপোর্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘অ্যাটম গাম-ডিআরইউ’ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে দৈনিক নয়াদিগন্তকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়েছে অনলাইন নিউজপোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম। বৃহস্পতিবার (১৮ মে) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রাণ গ্রুপের পণ্য ‘অ্যাটম গাম’-এর পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ম্যাচ সেরা হন মাসুদ রানা। দ্য রিপোর্টের পক্ষে আরও খেলেছেন, নূরুজ্জামান তানিম, কাওসার আজম, খাদেমুল ইসলাম ও মাহমুদুল হাসান।

খেলার প্রথমার্ধে মাসুদ রানার গোলে এগিয়ে যায় দ্য রিপোর্ট। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই গোল দিয়ে এগিয়ে যায় নয়াদিগন্ত। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে মাসুদ রানার গোলে সমতায় ফেরে দ্য রিপোর্ট। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। নুরুজ্জামান তানিমের একমাত্র গোলে জয় পায় দ্য রিপোর্ট। টাইব্রেকারে তিনটি গোল আটকে দেন বদলি গোলকিপার মাহমুদুল হাসান। মূল গোলকিপারের দায়িত্ব পালন করেন খাদেমুল ইসলাম। মাঝমাঠে খেলেন কাওসার আজম ও মাহমুদুল হাসান।

খেলায় দলের কোচের দায়িত্বে রেজোয়ান আহমেদ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম মিন্টু।

এবারের টুর্নামেন্টে মোট ৩২টি মিডিয়া হাউস অংশ নিয়েছে। নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মে ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর