thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

এশিয়ান জুনিয়র টেনিসের ফাইনালে বাংলাদেশ

২০১৭ মে ১৮ ১৯:৪৭:৫৩
এশিয়ান জুনিয়র টেনিসের ফাইনালে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটএফ) আয়োজনে নেপালে অনুষ্ঠিত এশিয়ান অনুর্ধ-১২ দলগত টেনিসের ফাইনালে উঠেছে বাংলাদেশ বালক দল। বৃহস্পতিবার (১৮ মে) সেমি-ফাইনালে বালক দল হারিয়েছে ভূটানকে।

বালক দলগত ইভেন্টে সেমিফাইনালে বাংলাদেশ জয় পেয়েছে ৩-০ ম্যাচে।

বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের রুম্মন হোসেন জয়ী হয়ে দেশকে ১-০ ম্যাচে এগিয়ে নিয়ে যান, দ্বিতীয় এককে মেহেদী হাসান আলভি জয়ী হয়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেন। দ্বৈতের খেলায় রুম্মন ও আলভি জুটি বিজয়ী হয়ে ম্যাচের ব্যাবধান ৩-০ এ নিয়ে আসেন। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে ভূটানের বিরুদ্দে জয় লাভ করে।

এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ বালক দল কাজাখস্তানে অনুষ্ঠিতব্য আইটিএফ এশিয়ান অনুর্ধ ১২ দলগত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহনের জন্য নির্বাচিত হলো।

অপরদিকে বালিকা এককের খেলায় অপেক্ষোকৃত শক্তিশালী ভারত দলের বিরুদ্ধে বাংলাদেশের সাদিয়া আফরিন প্রথম এককে এবং মাসফিয়া আফরিন দ্বিতীয় এককের হারের পর ০-২ ম্যাচে বাংলাদেশ বালিকা দল ভারতের বিপক্ষে পিছিয়ে থাকে। তৃতীয় খেলায় দ্বৈতে বাংলাদেশর সাদিয়া ও দ্বীপান্বিতা মিত্র জুটি পরাজয় বরণের পর বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়।

শুক্রবার আসরের ফাইনালে বাংলাদেশের বালক দল খেলবে নেপালের বিরুদ্ধে। আর বালিকা দল তৃতীয় - চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচে খেলবে নেপালের বিরুদ্ধে।

(দ্য রিপোর্ট/এজে/মে ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর