thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জাপান সম্রাটের সিংহাসন ত্যাগের বিল অনুমোদন

২০১৭ মে ১৯ ১৫:০১:৩৫
জাপান সম্রাটের সিংহাসন ত্যাগের বিল অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক: সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে জাপান সরকার।

শুক্রবার (১৯ মে) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো গত বছর বয়স ও ভগ্নস্বাস্থ্যের কারণে দায়িত্ব পালনে অসুবিধা হওয়ায় স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে দেশটির বর্তমান আইনে সম্রাটের পদত্যাগের কোনো বিধান না থাকায় বিষয়টি ঝুলে যায়।

শুক্রবার সম্রাটের পদত্যাগ সংক্রান্ত বিলে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এখন পার্লামেন্টে আইনটি পাস হলে আকিহিতোর ইচ্ছেপূরণ হবে।

১৮১৭ সালে সম্রাট কোকাকুর পর জাপানের আর কোনো সম্রাটই কখনো জীবদ্দশায় সিংহাসন ত্যাগ করেননি। আকিহিতোই প্রথম জীবদ্দশায় সিংহাসন ছাড়বেন।

১৯৮৯ সালে বাবা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে বসেন আকিহিতো। তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া তার প্রোস্টেটের ক্যানসারও রয়েছে।

আকিহিতোর পর রাজপুত্র ৫৬ বছর বয়সী নারুহিতো সিংহাসনে বসবেন। তবে একই আইনে নারুহিতোর পদত্যাগের কোনো বিধান রাখা হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর