thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১০ ফাল্গুন ১৪২৪,  ৬ জমাদিউস সানি ১৪৩৯

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০১৭ মে ১৯ ১৫:২২:১১
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ দল। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৯ মে) সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় পৌনে চারটায় ডাবলিনের মালাহাইডে স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। সিরিজ জয় করতে হলে এ ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প কিছু নেই।

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিলো।

অবশ্য দুই দলের জন্যই হুমকি হয়ে দেখা যেতে পারে বৃষ্টি। আবহাওয়া প্রতিবেদনে তেমন কিছুরই ইঙ্গিত রয়েছে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন,সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান,মোসাদ্দেক হেসেন, সানজামুল ইসলাম।

আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবররে