thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮, ৬ বৈশাখ ১৪২৫,  ৩১ রজব ১৪৩৯

আবারো প্রেম ভেঙেছে ডিক্যাপ্রিওর!

২০১৭ মে ১৯ ১৬:০৬:৪০
আবারো প্রেম ভেঙেছে ডিক্যাপ্রিওর!

দ্য রিপোর্ট ডেস্ক : হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও নারীদের কাছে বিশেষ প্রিয়। বিশ্ব জুড়ে তার অগনিত নারী ভক্ত রয়েছে। অনেকেই তাকে প্রেম নিবেদন করেছেন। ক্যাপ্রিও প্রেমিক পুরুষ হিসেবে বেশ পরিচিত। তার প্রেমিকার তালিকাটাও বেশ দীর্ঘ।

কিন্তু ক্যাপ্রিওর প্রেম টিকে না খুব বেশী দিন। সর্বশেষ তিনি নিনা আগদালের সঙ্গে প্রেম করছিলেন। এই প্রেমটাও নাকি ভেঙে গেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, তারা আলাদা হয়ে গেছেন। কিন্তু ঠিক কী কারণে আলাদা হলেন সেটা জানা যায়নি।

গত বছরের মে মাস থেকেই প্রেমের শুরু। এই সম্পর্ক বিয়েতে গড়াবে বলেও খবর প্রকাশ হয়েছিলো। শুরুর দিকে প্রেমের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখলেও শেষের দিকে প্রকাশ্যেই তারা ঘুরে বেড়িয়েছেন।

কিছুদিন আগে ম্যানহাটন শহরের হাডসন নদীর তীরে তাদের প্রকাশ্যে চুমুর ছবি ভাইরাল হয়েছিলো। নিজের সর্বশেষ জন্মদিনটাও প্রেমিকার সঙ্গে বেশ আনন্দ করে কাটিয়েছেন। এসবই এখন তাদের স্মৃতি।

(দ্য রিপোর্ট/পিএস/মে ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে