thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নিয়ে ক্ষমতায় যাবে’

২০১৭ মে ১৯ ১৬:৪৭:১৭
‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নিয়ে ক্ষমতায় যাবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী নির্বাচন সুষ্ঠু হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে ক্ষমতায় যাবে।’

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন- ২০৩০ ও আগামীদিনের রাজনীতি এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেছেন, ‘বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আগামী নির্বাচন সুষ্ঠু হবে। একদলীয় নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে ক্ষমতায় যাবে এবং ভিশন-২০৩০ বাস্তবায়ন করবে।’

তিনি বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গিয়ে একটি কার্যকর সংসদ নিশ্চিত করবে, গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনবে, বিরোধী দলের মর্যাদা প্রতিষ্ঠিত করবে, বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করবে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে, বেকারত্ব দূর করবে, পুলিশ ও র‌্যাবকে পুনর্গঠন করবে এবং প্রশাসন দলীয়করণমুক্ত করবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, ‘বর্তমান বিচার বিভাগ খাতা-কলমে স্বাধীন। বাস্তবে এই বিচার বিভাগ নিয়ে মানুষের অনেক প্রশ্ন। বিএনপি ক্ষমতায় এসে একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করে মানুষের প্রশ্ন দূর করবে। প্রধান বিচারপতির প্রশংসা করতেই হয়। অনেক চ্যালেঞ্জের মধ্যেও তিনি স্বাধীন বিচার বিভাগের জন্য চেষ্টা করছেন।’

বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/সাআ/আরএমএম/জেডটি/মে ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর