thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮, ৬ বৈশাখ ১৪২৫,  ৩১ রজব ১৪৩৯

রাজধানীতে কলেজ ছাত্রের ‘আত্মহত্যা’

২০১৭ মে ১৯ ১৭:৪৬:৩১
রাজধানীতে কলেজ ছাত্রের ‘আত্মহত্যা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর পর্বতা সেনপাড়া এলাকায় হোসাইন (১৮) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মৃতের আত্মীয়রা জানান, শুক্রবার (১৯ মে) দুপুরের দিকে সেনপাড়ার ৩৯/১২ নম্বর বাসার নিচ তলায় ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন হোসাইন। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়না তদন্তের জন্য হোসাইনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

হোসাইনের বড় ভাই মোহাম্মদ হাসান জানান, সে (হোসাইন) মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুই বছর আগে এলাকার একটি মেয়েকে সে পছন্দ করত। এক পর্যায়ে ওই মেয়েটির পরিবার এলাকা থেকে চলে যায়। এরপর থেকেই হোসাইনের মানসিক সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যেই সে অচেতন হয়ে যেত। বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসাও করানো হয়।

বৃহস্পতিবার রাতে সে নিজের মাথার সব চুল নিজেইকেটে ফেলে। শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়। অনেক্ষণ পর আবার বাসায় ফিরে আসে। পরে পৌনে ১২টার দিকে তাকে রুমের ভিতর ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

মৃত হোসাইন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গবুয়া গ্রামের মৃত মোখলেস আলীর ছেলে। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

(দ্য রিপোর্ট/আরএস/আরএমএম/জেডটি/মে ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবররে