thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘কমলাপুরাণ’-এর উদ্বোধনী প্রদর্শনী

২০১৭ মে ২০ ১০:০৬:৪৮
‘কমলাপুরাণ’-এর উদ্বোধনী প্রদর্শনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি অনুদানে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলাপুরাণ’। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গতকাল শুক্রবার এই চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উদ্বোধনী প্রদর্শনীর পর সন্ধ্যা ৬টা ও ৭টা আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আমিনুর রহমান মুকুলের পরিচালনায় ৪৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্যরে এ চলচ্চিত্রটি গত ৩০ এপ্রিল ভারতের ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল-২০১৭’-তে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেছে। এছাড়াও চলচ্চিত্রটি ইতোমধ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছে। ভিন্নধর্মী গল্প নিয়ে চলচ্চিত্রটির নির্মিত হয়েছে।

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করছেন ফয়সাল ও প্রিয়াম অর্চি। ছবির পরিচালক বলেন, কমলাপুরাণ ছবিটি একটি বঞ্চিত নারীর বিদ্রোহের গল্প। এ সমাজে নারী-পুরুষের বৈষম্য, শোষণ, বঞ্চনা ও প্রতারণার বিভিন্ন দিক এ ছবিতে ফুটে উঠেছে।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/মে ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর