thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

দিনাজপুরে পুস্তক প্রদর্শনীর শেষ দিনেও ভিড়

২০১৭ মে ২০ ২০:২০:২১
দিনাজপুরে পুস্তক প্রদর্শনীর শেষ দিনেও ভিড়

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কাজী নজরুল ইসলামের ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগারে তিনদিনব্যাপী শুরু হওয়া পুস্তক প্রদর্শনীর শেষ দিনেও শনিবার দেখা গেছে দর্শকদের উপচেপড়া ভিড়। গত বুধবার (১৭ মে) থেকে শুরু হয়ে শনিবার (২০ মে) পর্যন্ত দিনাজপুর এই পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পুস্তক প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তকের বাইরে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বই মনোযোগ দিয়ে পড়ে। এছাড়া নিত্য নতুন কিছু বইয়ের সন্ধানও পাওয়া যায় সেখানে। তিনদিনব্যাপী পুস্তক প্রদর্শনীর শেষ দিনও দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি বই প্রেমিকদেরকেও প্রদর্শনীতে উপস্থিতি দেখার মতো ছিল।

প্রদর্শনীতে আসা কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মন্তব্য করে বলেন, ‘এই ধরনের প্রদর্শনী বিশেষ কোনো দিন ছাড়াই নিয়মিত রাখলে আমাদের অনেক চাহিদা পুরণ হবে।’

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মে ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর