thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মুম্বাই না পুনে, কে হাসবে শেষ হাসি?

২০১৭ মে ২১ ১০:৩৬:৩৬
মুম্বাই না পুনে, কে হাসবে শেষ হাসি?

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের ফাইনালটি ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার (২১ মে) রাত সাড়ে আটটায়। ফাইনালের দুই প্রতিপক্ষ মুম্বাই ইন্ডয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। ম্যাচটির ভেন্যু হায়দারাবাদের রাজিব গান্ধী স্টেডিয়াম।

এ বারের আইপিএলের ‘স্কোর’ বলছে— রাইজিং পুনে সুপারজায়ান্ট ৩ মুম্বই ইন্ডিয়ান্স ০। কিন্তু ফাইনালের ২৪ ঘণ্টা আগে এই তথ্যকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না দুই টিমের দুই অধিনায়ক।

শনিবার হায়দারাবাদে সাংবাদিক বৈঠকে এসে পুনের স্টিভ স্মিথ বলেন, ‘হ্যাঁ, এই তথ্যটা আমাদের একটু আত্মবিশ্বাস জোগাবে ঠিকই, কিন্তু আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে। ফাইনাল মানে নতুন একটা ম্যাচের লড়াই। ওই দিন যে ভাল খেলবে, ট্রফি তাদেরই।’

প্রায় একই কথা বলছেন মুম্বাইয়ের রোহিত শর্মাও। তার বক্তব্য, ‘আমরা পুনের কাছে ম্যাচ হেরেছি কারণ ওই বিশেষ দিনটায় আমরা ভাল খেলতে পারছিলাম না। রবিবার সম্পূর্ণ আলাদা একটা দিন। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা ওদের চেয়ে ভাল ক্রিকেট খেলছি।’

দশম আইপিএলে চ্যাম্পিয়নের মুকুট কোন দলের মাথায় উঠবে, তা ঠিক করবে মহারাষ্ট্র ডার্বি। মুম্বাই এ বারে প্রথম থেকে অন্যতম ফেভারিট হিসেবে উঠে এলেও পুনেকে নিয়ে নানা সময় প্রশ্ন দেখা দিয়েছিল। সেই খারাপ সময় কাটিয়ে আবার ছন্দে ফিরেছে পুনে। কিন্তু তাদের সমস্যা হল, দুরন্ত ফর্মে থাকা বেন স্টোকসের দেশে ফিরে যাওয়া।

শনিবারের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন দু’দলের কোচ স্টিভেন ফ্লেমিং এবং মাহেলা জয়বর্ধনে। পুনে টিম নিয়ে কোচ ফ্লেমিং বলেছেন, ‘আমাদের টিমের সাফল্যের পিছনে ধোনির ভূমিকা অনেক।’

মুম্বাই নিয়ে একটা কথা অবশ্য উঠছে। বলা হচ্ছে, দারুণ কোনও ব্যক্তিগত পারফরম্যান্স এখনও পাওয়া যায়নি ক্রিকেটারদের কাছ থেকে। যা নিয়ে রোহিত বলেছেন, ‘আমাদের টিমের জয় কখনও একক কৃতিত্বে আসেনি। কোনও এক জনের অসাধারণ বোলিং বা অসাধারণ ব্যাটিং জেতায়নি। যখনই প্রয়োজন হয়েছে, কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়ে টিমকে জিতিয়ে দিয়েছে। টিম গেমটাই সবচেয়ে বড় অস্ত্র।’

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর