thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনের জামিন নামঞ্জুর

২০১৭ মে ২১ ১৫:০০:০৯
ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনের জামিন নামঞ্জুর

পাবনা প্রতিনিধি : হামলা ও ভাঙচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুর একটার দিকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের পক্ষে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু।

শুনানি শেষে বিচারক রেজাউল করিম আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৮ মে ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর জামাতা ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে ভাঙচুর করা হয়।

এ ঘটনায় জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাস বাদী হয়ে ওই দিন রাতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালসহ ৩৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর যৌথ অভিযান চালিয়ে ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর শনিবার (২০ মে) বিকেলে ভূমিমন্ত্রীর ছেলেসহ ৩৪ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের হয় ঈশ্বরদী থানায়।

(দ্য রিপোর্ট/এম/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর