thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সূচক সাড়ে ৩ মাসের মধ্যে

ডিএসইর লেনদেন সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন

২০১৭ মে ২১ ১৫:০২:২৮
ডিএসইর লেনদেন সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিগত সাড়ে ৬ মাসের মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে। এ ছাড়া মূল্যসূচক সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছে। রবিবারের (২১ মে) পতনে আর্থিক লেনদেন ও সূচক এ অবস্থায় নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৩৬৪ পয়েন্টে। যা চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বা সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে বৃহস্পতিবার ৩০ পয়েন্ট ও বুধবার ৬ পয়েন্ট কমেছিল।


রবিবার ডিএসইতে ৪৫৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২০১৬ সালের ২ নভেম্বর বা সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন।


এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে ৮২টি বা ২৫.৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২০১টি বা ৬২.৪২ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি বা ১২.১১ শতাংশ কোম্পানির।


টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। এ দিন কোম্পানির ৪৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।


লেনদেনে এরপর রয়েছে- ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, লংকাবাংলা ফাইন্যান্স, এসিআই, জাহিন স্পিনিং, ফাস ফাইন্যান্স, বিডিকম অনলাইন ও বেক্সিমকো।


এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০০৭৪ পয়েন্টে। বাজারটিতে ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তীত রয়েছে ২৫টির।
আগের দিন সিএসসিএক্স মূল্যসূচক ৬৮ পয়েন্ট কমছিল। আর বাজারটিতে ৩৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।


(দ্য রিপোর্ট/আরএ/মে ২১, ২০১৭)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর