thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

২০১৭ মে ২১ ১৬:১৩:১১
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশি বেআইনি দাবি করে এর দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই তল্লাশি রাজনীতির জন্য অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে।’

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শনিবার গুলশান দুই এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলে এই অভিযান।'

ফখরুল বলেন, ‘বিএনপি যখন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতি শুরু করেছে এবং ভিশন-২০৩০ দেওয়ার পর সরকারের এ ধরনের আগ্রাসন গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্টের পাঁয়তারা। তল্লাশির ঘটনা সরকারের উস্কানিমূলক আচরণ।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই বারবার খালেদা জিয়ার উপরে আক্রমণ করা হচ্ছে। তাকে সরকার বারবার টার্গেট করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর