thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বঙ্গবন্ধুকে নিয়ে টিভি নাটক

২০১৭ মে ২১ ১৯:১৪:৪০
বঙ্গবন্ধুকে নিয়ে টিভি নাটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : সহিদ রাহমানের গল্পের অবলম্বনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নাটক ‘মহামানবের দেশে’র মহরত গত ২০ মে সংস্কৃতি বিকাশ কেন্দ্র অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শব্দসৈনিক ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন- স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমীর-উল ইসলাম, বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত।

বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘মহামানবের দেশে’ নামক এই টেলিভিশন নাটক নির্মিত হচ্ছে। পিয়া ভিশন প্রযোজিত নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন গুণী নাট্যকার ও নির্মাতা মান্নাান হীরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, শর্মীমালা প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর