thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নতুন ভ্যাট হার কমিয়ে গণবিজ্ঞপ্তি হবে : অর্থমন্ত্রী

২০১৭ মে ২১ ২০:০৪:০৭
নতুন ভ্যাট হার কমিয়ে গণবিজ্ঞপ্তি হবে : অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : পনের শতাংশ থেকে কমিয়ে নতুন ভ্যাট হার নির্ধারণ করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, নতুন ভ্যাট হার আগামী ২৫ বা ২৬ মে চূড়ান্ত হবে। নতুন ভ্যাট নিয়ে গণবিজ্ঞপ্তিতে জারি করবে সরকার।

সচিবালয়ে রবিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।

নতুন ভ্যাট আইন আগামী ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এ আইনে ১৫ শতাংশ ভ্যাটের কথা বলা হলেও ব্যবসায়ীরা তা কমানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী এক পর্যায়ে ভ্যাটের হার কমানোর কথা জানান।

ভ্যাটের হার চূড়ান্ত করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইট উইল বি ফাইনালাইজড অন দি টুয়েন্টি ফিফথ অর টুয়েন্টি সিক্সথ (এটা আগামী ২৫ বা ২৬ মে চূড়ান্ত হবে)।’

আপনি বলেছিলেন ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমবে, এখনই সেই সিদ্ধান্ত বহাল আছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, ‘ইয়েস, ইয়েস, ইয়েস অব কোর্স অ্যান্ড দেয়ার আই মেইড এ পাবলিক স্টেটমেন্ট ফ্রম দ্যাট।’

সার্বিকভাবে ভ্যাটের রেট কি একটিই হবে- এ বিষয়ে মুহিত বলেন, ‘একটা রেটই হবে। আই মেইক দ্য স্টেটমেন্ট সেইড ইউ উইল বি ওয়ান রেইট। এত যখন আপত্তি-টাপত্তি আছে এটা একটু কমানোর ব্যবস্থা হবে, দ্যাটস অল।’

নতুন ভ্যাট হার কি আগামী জুলাই থেকে কার্যকর হবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবকোর্স, ইট ইজ নরমাল, বাজেট ইজ এনফোর্স অন ফার্স্ট অব জুলাই। আনলেস উই সে যে ইফেকটিভ ইন ডিসেম্বর অর সামথিং। সে রকম যদি কিছু থাকে...। নো ইট উইল বি ইফেকটিভ ফার্স্ট অব জুলাই।’

ভ্যাট আইন বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী কোন বিশেষ নির্দেশনা দিয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নো, নাথিং স্পেশাল। আই রিপোর্টেড টু হার অপজিশন টু ইমপোজিশন অব ভ্যাট।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর