thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ইনকিলাব গেটে সোমবার চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

২০১৭ মে ২১ ২০:১৫:১০
ইনকিলাব গেটে সোমবার চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার (২২ মে) থেকে ফের অবস্থান কর্মসূচি পালন করবেন দৈনিক ইনকিলাবের চাকরিচ্যুত সংবাদিক-কর্মচারীরা। এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর মতিঝিলস্থ (ইত্তেফাক মোড়) ইনকিলাব ভবনের গেটের সামনে বেতন ভাতাসহ অন্যান্য পাওনাদি পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে বলে চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব হাসান-উজ জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা দৈনিক ইনকিলাবের চাকুরিচ্যুত সংবাদিক-কর্মচারী। গত ২১ দিন ধরে ইনকিলাব কর্তৃপক্ষের কাছে পাওনাদি পরিশোধের জন্য আবেদন করে আসছি। পাওনা চাইতে গেলে আমাদেরকে ইনকিলাব অফিসে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। যা একেবারেই অমানবিক, মানবাধিকার পরিপন্থি ও প্রাপ্য নায্য পাওনা থেকে বঞ্চিত করার পাঁয়তারামাত্র।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘এহেন পরিস্থিতিতে চাকুরিচ্যুত সাংবাদিক-কর্মচারীরা পাওনাদি বুঝে পাওয়ার দাবিতে গত বৃহস্পতিবার চাকুরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ বেলা ৩ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত ইনকিলাবের গেটের সামনে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করছিল। কর্মসূচি চলাকালে ইনকিলাব সম্পাদক তার প্রতিনিধি দল পাঠিয়ে আন্দোলনকারীদের আশ্বাস দেয় সম্পাদকের সাথে আলোচনা করেই ২১ মে (রবিবার) এর মধ্যে সকল পাওনাদি এক চেকের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আজ রবিবার তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। উদ্ভূত পরিস্থিতিতে চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ আজ বিকেলে (রবিবার) এক জরুরি সভা করে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি যথারীতি পালনের সিদ্ধান্ত হয়।’

উল্লেখ্য, বকেয়ার মাত্র ৩০ শতাংশ অর্থ বুঝিয়ে নিয়ে সমুদয় পাওনা বুঝিয়া পাইলাম এই মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই দিতে বাধ্য করার অনৈতিক প্রস্তাব মেনে না নেওয়ায় ইনকিলাব কর্তৃপক্ষ বিনা নোটিসে ১০০ জন সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করে। দফায় দফায় সময় নিয়েও তারা পাওনা পরিশোধ করছে না।

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/এনআই/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর