thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের কোনো কারণ নেই’

২০১৭ মে ২১ ২১:২৬:৪১
‘ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের কোনো কারণ নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইসলামী ব্যাংকের পরিচালকদের মধ্যে দ্বান্দ্বিক অবস্থার প্রেক্ষাপটেও সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে রবিবার (২১ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।

ইসলামী ব্যাংকের পরিচালকদের মধ্যে দ্বন্দ্ব চলছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘এক্কেবারে মারামারি চলছে।’

এর কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আই হ্যাভ নো আইডিয়া।’

সরকার ব্যাংকটিতে হস্তক্ষেপ করবে কি-না জানতে চাইলে মুহিত বলেন, ‘না, গভর্নমেন্ট ইন্টারফেয়ার করার মতো কোনো কারণ নেই। ইট ইজ অল আন্ডার দি জুরিসডিকশন অব দি বোর্ড।’

‘চেয়ারম্যানের (আরাস্তু খান) সামর্থ্যের উপর আস্থা আছে ফলে সেখানে আমাদের হস্তক্ষেপের কোনো কারণ নেই। বোর্ডের চেয়ারম্যান আমার মতে একটা ভেরি কম্পিটেন্ট লোক, এক সময় আমার এডিশনাল সেক্রেটারি ছিল’ বলেন অর্থমন্ত্রী।

তিনি আরো বলেছেন, ‘আমাদের ইন্টারভেনশন হবে যদি আইডিবি কোনো প্রশ্ন করে। আইডিবি কোনো প্রশ্ন করলে সেটার জবাব আমি চাই।’

আইডিবির সম্মেলন নিয়ে রিপোর্টিং না হওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘কদিন আগে দেয়ার ওয়াজ এ ভেরি ইম্পটেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স। দেওয়ার ওয়াজ নো রিপোর্টিং ইন বাংলাদেশ, নো নাথিং ইন বাংলাদেশ অন দ্যাট। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যে মিটিংটা হলো, ৬৮টি দেশের সদস্যের এই প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশের কোনো কাগজে একটা কথাও নেই।’

‘জেদ্দাতে একটা সম্মেলন হচ্ছে এ সম্বন্ধে একটা কথাও নেই। হাউ কাম, হাউ হ্যাজ দি জার্নালিজম ইন বাংলাদেশ হ্যাজ গন টু ডকস।’ বলতে বলতে উত্তেজিত হয়ে যান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি আটটি কাগজ দেখেছি, কোথাও একটা শব্দ নেই। এটা কি করে হলো! কয়েক জন গিয়েছিল, দেয়ার ওয়াজ বেঙ্গলি প্রেসকোড, আই অ্যাড্রেস দেওয়ার টুয়াইস। আমি খুব আশ্বর্য হয়ে গেলাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিং হয়, এর উপর রিপোর্ট নেই।’

এ সময় কয়েকজন সাংবাদিক বলেন, ‘আইডিবির সম্মেলনের নিউজ করার মতো আমরা কোনো সোর্স পাইনি। বাংলাদেশ থেকে কোনো সংবাদিকও যাইনি, ওখান থেকে কোনো নিউজ আমাদের কাছে পাঠানোও হয়নি।’

গত ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় আইডিবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী অংশ নিয়েছিলেন।

আইডিবির সম্মেলনের বিষয়ে বলার মতো কিছু আছে কি-না জানতে চাইলে মুহিত বলেন, ‘এটা একটা ইউজুয়াল মিটিং। আইডিবির নতুন প্রেসিডেন্ট আহম্মেদ মোহাম্মদ আলী ৪২তম মিটিং দিয়ে শুরু করলেন। বাংলাদেশ এ কনফারেন্সের চেয়ারম্যান ছিল। আইডিবিতে আমরা এই প্রথমবার চেয়ারম্যান হলাম।’

তিনি আরও বলেন, ‘আইডিবির প্রতিষ্ঠান আইসিডি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বড় ধরণের ঋণ দেবে। আহসানিয়া মিশন একটি ক্যান্সার হাসপাতাল করছে। তাতে ইসলামিক ব্যাংক গ্রুপের অন্যতম সংস্থা আইসিসি ৪০ মিলিয়ন ডলার দেবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/জেডটি/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর