thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

না’গঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

২০১৭ মে ২১ ২১:৩০:৪০
না’গঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সদর উপজেলায় ছেলের ছুরিঘাতে বাবা ইব্রাহীম মিয়া (৫০) খুন হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে ফয়সালকে ছুরিসহ আটক করেছে পুলিশ। শনিবার (২১ মে) দুপুর ২টায় ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে লিজা আক্তার বলেছেন, ‘বাবা ইব্রাহীম মিয়া ব্যাটারিচালিত অটোরিকশাচালক। আর মা সৌদি প্রবাসী। আমরা ৪ ভাই দুই বোন। ভাইবোনের মধ্যে সবার বড় ফয়সাল। এরপর দ্বিতীয় আমি। ফয়সাল স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করে।’

‘আমি ছোট ভাইবোনদের নিয়ে বাসায় থেকে সাংসারিক কাজ করি। বাবা ইব্রাহীম মিয়া প্রায় সময় বাসায় এসে আমার ছোট ভাই-বোনদের মারধর করে। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করে বাবা। শনিবার (২০ মে) দুপুরেও ছোট ভাইবোনদের মারধর করলে আমি প্রতিবাদ করি। এতে আমাকে মারধর করে বাবা। এ সময় গার্মেন্টস থেকে দুপুরের খাবার খেতে এসে বড় ভাই ফয়সাল বিষয়টি জানতে পেরে বাবার উপর ক্ষিপ্ত হয়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে ফয়সালকে বাবা মারধর করে। এর পরেই ফয়সাল ক্ষিপ্ত হয়ে বাবার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে বাবা মারা যায়।’

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ফয়সালকে ছুরিসহ আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/এনআই/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর