thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘গরিবদের টার্গেট করলে আমরা অর্থমন্ত্রীকে টার্গেট করবো’

২০১৭ মে ২১ ২৩:০৪:২১
‘গরিবদের টার্গেট করলে আমরা অর্থমন্ত্রীকে টার্গেট করবো’

দ্য রিপোর্ট ডেস্ক : সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘১৫ লাখ বিড়ি শ্রমিকের বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অর্থমন্ত্রী বিড়ি তুলে দিতে চাইছেন। আমি সংসদ সদস্য হিসেবে বলতে চাই, বাজেট অধিবেশনের শুরু থেকেই আমি বিড়ি শ্রমিকদের পক্ষে কথা বলবো।’

তিনি আরও বলেছেন, ‘অর্থমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয় তিনি গরিবদের টার্গেট করেছেন। তিনি গরিবদের টার্গেট করলে আমরা অর্থমন্ত্রীকে টার্গেট করবো।’

রবিবার (২১ মে) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত বিশেষ সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অর্থমন্ত্রীর দুই বছরের মধ্যে বিড়ি শিল্প তুলে দিতে চান এমন বক্তব্যের প্রতিবাদে এবং বিকল্প কর্মসংস্থানের দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন-আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু। এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আরডিসি চেয়ারপারসন প্রফেসর মেজবাহ কামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘বিড়ি শ্রমিকরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। এরা কেউ রাজাকার না। তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কারণ, এখন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে পক্ষে সরকার ক্ষমতায় রয়েছে।’

অর্থমন্ত্রীকে উদ্দেশ্ করে তিনি বলেছেন, ‘আপনি তো তামাক বন্ধের জন্য কিছু বলছেন না। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে কোমলমতি ছেলেগুলো সিগারেট খাচ্ছে। সেটা তো বন্ধের কথা বলছেন না। অন্য দিকে, ব্রিটিশ আমেরিকার দাদন নিয়ে উর্বর জমিতে তামাক চাষ করা হচ্ছে। বাংলাদেশের নীতিমালার বাইরে এই কাজ করা হচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের নীতির বাইরে বিড়ির ওপর কোনো করারোপ করা হলে তাতে রুখে দাঁড়ানো হবে। অর্থমন্ত্রী গরিব মানুষদের পছন্দ করছেন না। সরকার থাকবে গরিব মানুষের আর অর্থমন্ত্রী গরিব মানুষদের বিরুদ্ধে থাকবে, সেটা তো হতে পারে না। মনে রাখতে হবে গরিবরাই এদেশ গড়ে তুলেছেন। গরিবরা বিদেশ থেকে টাকা পাঠায় বলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।’

তিনি আরও বলেছেন, ‘অর্থমন্ত্রী নিজেই বলেছেন, সংসদ সদস্যরা বিড়ি শ্রমিকদের পক্ষে আছে। আমিও সংসদ সদস্য হিসেবে এটাই বলতে চাই যে সংসদ সদস্যরা বিড়ি শ্রমিকদের পক্ষে রয়েছে।’ তিনি সরকারকে বৈষম্যমূলক শুল্ক তুলে নেওয়ার আহবান জানান।

সমাবেশে বক্তারা বলেন-বিড়ি শিল্প শতভাগ দেশীয় প্রযুক্তি নির্ভর। শ্রমঘন শিল্পকে রক্ষা করতেই শ্রমিকরা আজ আন্দোলনে রয়েছে। অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে ধিক্কার জানাই। সিগারেট বন্ধ না করে শুধু বিড়ি বন্ধের যে কথা বলেছেন এটা মেনে নেওয়া হবে না। বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান না করা হলে এই আন্দোলন চলবে। একই সঙ্গে বৈষম্যমূলক শুল্ক নীতি প্রত্যাহার ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিক নেতৃবৃন্দ।

এদিকে রবিবার সকালে অর্থমন্ত্রীর বক্তব্য ও বৈষমূলক শুল্কনীতির প্রতিবাদে এনবিআরের সামনে বিড়ি শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সকাল ৯টায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রায় কয়েক হাজার বিড়ি শ্রমিক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন-বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, বরিশাল বিড়ি শ্রমিক ফেডাশনের সভাপতি লোকমান হোসেন ও পাবনা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হারিক হোসেন।

বক্তারা বলেন-বৈষম্যমূলক শুল্কনীতির ফলে গত কয়েক বছরে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। বন্ধ হয়েছে শতাধিক কারখানা। বেকার হওয়া এসব শ্রমিকের বেশির ভাগই নদী ভাঙন এলাকার হত দরিদ্র মানুষ। স্বামী পরিত্যক্ত মহিলা। এদের বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না করে প্রতি বছর বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে মালিকরা চালাতে না পেরে কারখানা বন্ধ করে দিচ্ছে। বেকার হচ্ছে আরো শ্রমিক। কিন্তু বাজেটে সিগারেটের ওপর নাম মাত্র শুল্ক বসানো হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী বলেছেন, দুই বছরের মধ্যে বিড়ির কোনো অস্তিত্ব রাখা হবে না। এই কথার মাধ্যমে তিনি সিগারেটের পক্ষ নিয়েছে। তিনি তামাক বন্ধের কথা না বলে বিড়ি বন্ধের কথা বলে ২৫ লাখ শ্রমিকের ভাগ্য অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন। আমরা তার এই কথা তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে বৈষম্যমূলক কর নীতির নিন্দা জানাই। বক্তারা বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক না বসানো আহবান জানান।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর